মালয়েশিয়ায় প্রকাশ্যে বাংলাদেশি শ্রমিককে পিটিয়ে হত্যা
প্রকাশিত: ৫ ডিসেম্বর ২০১৮

করছিল এবং স্থানীয় গ্লোভটনিক্স ইলেকট্রনিকস নামে একটি ফ্যাক্টরিতে কাজ করতেন। গত সোমবার সকাল ৭টায় বাসা থেকে বের হয়ে সানওয়ে মেনতারি কোর্ট এলাকায় যাচ্ছিলেন জামাল মিয়া। সেখানে পৌঁছলে সড়কের লোকজনের সামনে মালয়েশিয়ান চার যুবক ও এক মেয়ে তাকে হকিস্টিক দিয়ে বেদম পেটায়। তবে তাকে বাঁচাতে কেউ এগিয়ে আসেননি। এর এক ঘণ্টা পর পুলিশ এসে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। মঙ্গলবার চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। লিটন আরো জানান, এ ঘটনায় বুধবার তার ময়নাতদন্ত হওয়ার কথা রয়েছে। তদন্তের পর থানায় (বালাই) একটি হত্যা মামলা করা হবে। ময়নাতদন্ত সম্পন্ন হলে তার লাশ কয়েক দিনের মধ্যেই দেশে পাঠানোর ব্যবস্থা করা হবে। কি কারণে তাঁকে নির্মমভাবে পেটানো হয়েছে- এ বিষয়ে জানতে চাইলে কম্পানির সুপারভাইজার লক্ষীপুর জেলার মো. মুসলেহ হোসেন বলেন, জামাল আমার অধীনেই কাজ করত। ঘটনার খবর পেয়ে আমি হাসপাতালে তাকে দেখতে গিয়েছিলাম তখন তার জ্ঞান ছিল। তার কাছে হামলার কারণ সম্পর্কে জানতে চাইলে সে আমাকে জানায় এই হামলার আগে একটি সংঘবদ্ধ প্রতারক চক্র তাকে একটি মেয়ে দিয়ে ব্ল্যাকমেইল করে। পরে তার কাছে মোটা অংকের টাকা দাবি করে। তাদের চাহিদামত টাকা দিতে না পারায় পূর্বপরিকল্পিতভাবেই তার ওপর এই নির্মম নির্যাতন চালানো হয়। এ ব্যাপারে মালয়েশিয়ার বাংলাদেশ হাইকমিশনের শ্রম কাউন্সিলর মো. সায়েদুল ইসলাম বলেন, এমন ঘটনায় কারা জড়িত। কেনইবা তাকে হত্যা করা হয়েছে, খতিয়ে দেখে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
- ডেনমার্কে ইহুদি উপাসনালয়ে হামলা
- প্রিন্স উইলিয়াম ও জিনপিংয়ের সাক্ষাৎ
- কলম্বিয়ায় বামধারার বিদ্রোহীদের যুদ্ধবিরতি ঘোষণা
- ভার্জিনিয়ায় প্রিয়বাংলার পথমেলা
- পুতিন-পোরোসেনকো বৈঠক
- শপথ নিলেন সিসি
- ভারতের পররাষ্ট্রসচিব ঢাকায়
- নিজের জীবন নিয়ে সিনেমার পর্দায় আসছেন সচিন
- ৯ জনকে মৃত্যুদণ্ড দিয়েছে চীনা আদালত
- ১৮ বছর পর মুখ খুললেন কিম জং উনের খালা
- হেলিকপ্টারে চড়ে ৩ কয়েদির পলায়ন!
- আইএসের প্রশিক্ষণকেন্দ্র ও অস্ত্রগুদামে হামলার দাবি রাশিয়ার
- স্ত্রীর মোহরানার টাকা যোগাতে পারছেন না অধিকাংশ সৌদি যুবক
- ২৪ ঘণ্টার অস্ত্রবিরতিতে সম্মত ইসরায়েল
- পাক-চিকিৎসক ভারতে জুতার দোকানের কর্মী