বোনের সুরে বোনের কণ্ঠ
প্রকাশিত: ৩ ডিসেম্বর ২০১৮

জন্মভূমি’। সংগীতায়োজন করেছেন বর্ণ চক্রবর্তী। গানটি লিখেছেন রানা মাসুদ। সামিনা চৌধুরীর গাওয়া গানটি যে অ্যালবামে থাকবে, তার নাম ‘জীবনের জয়গান’। অ্যালবামটি জাতীয় ইংরেজি দৈনিক ডেইলি স্টারের পৃষ্ঠপোষকতায় প্রকাশিত হবে। বোনের সুরে গাইতে পেরে উচ্ছ্বসিত সামিনা চৌধুরী। বললেন, ‘আপনারা এত দিন ফাহমিদার কণ্ঠে গান শুনেছেন। ও কিন্তু গাওয়ার পাশাপাশি গানের কথা লিখছে, সুরও করেছে। তার সুরে একাধিক শিল্পী গান গেয়েছেন। বোনের সুরে গাইতে পেরে আমি ভীষণ খুশি। ফাহমিদার সুর করার ব্যাপারটি আমাদের পরিবারের মধ্যে বিশাল পাওয়া। কারণ, আমার বাবাও গান লিখতেন, সুর করতেন। ফাহমিদা সেই ধারা অব্যাহত রেখেছে। সুরকার ফাহমিদা নবীর জন্য শুভকামনা।’ বোন সামিনা চৌধুরীকে দিয়ে নিজের সুর করা গান গাওয়াতে পেরে ফাহমিদা নবীও খুশি। বললেন, ‘আমি দেশের গানের একটা প্রকল্প করছি। চেষ্টা করেছি ভালো কিছু করার। সামিনার কথা মাথায় রেখেই গানটির সুর করা। গানটি গেয়ে সামিনা খুশি হয়েছে। সবচেয়ে বড় কথা, দুই বোনের প্রয়াসে ভালো একটি দেশের গান তৈরি হচ্ছে।’ ফাহমিদা নবী আরও বলেন, ‘আমি আর আমার পরিবার গানের ভেতর ডুবে থাকা মানুষ। আব্বা গানের পাশাপাশি গানের কথা লিখতেন, সুর করতেন। আমাদের ভাই পঞ্চমও সুর করে একদম ছোটবেলা থেকেই। আমিও চেষ্টা করছি। কিছু গান সুর করেছি আগেও। তবে আজ আমার খুশির দিন! কারণ, আমার এবং সবার প্রিয় শিল্পী সামিনা চৌধুরী প্রথম আমার সুর করা গান গেয়েছে। তাও আবার দেশের গান! আমি খুবই আনন্দিত। আমাদের জন্য দোয়া করবেন, যেন আরও ভালো কাজ করতে পারি। দেশের গানে প্রাণ, মমতা এবং অহংবোধ খুবই দরকার। এসব বিষয় মাথায় রেখেই সুর করতে হয়, যা খুব কঠিন। আমি চেষ্টা করেছি মাত্র।’ ‘জীবনের জয়গান’ অ্যালবামের গান থাকবে ১১টি। এগুলোর বিষয় দেশ। এর মধ্যে একটি দ্বৈত কণ্ঠে গাওয়া গান আছে। সামিনা চৌধুরী ছাড়া অন্য গানের শিল্পীরা হলেন ফাহমিদা নবী, রফিকুল আলম, বাপ্পা মজুমদার, পিন্টু ঘোষ, রেশমী, ঋতুরাজ, এলিটা, তাশফি, সুকন্যা। দ্বৈত গানটিতে কণ্ঠ দেবেন বর্ণ চক্রবর্তী ও ঐশী। ফাহমিদা নবী জানান, ১১টি গানের মধ্যে পাঁচটি গানের কণ্ঠ ধারণের কাজ শেষ। বাকি গানের কাজও শিগগিরই শেষ হবে। নয়টি গানের সংগীতায়োজন করছেন বর্ণ চক্রবর্তী আর দুটি গানের সজীব দাশ।
- হঠাৎ শিল্পকলায় মাহি
- শহিদের নতুন মিউজিক ভিডিও ‘কন্যা’
- অংকুশ নেমে গেলেও, পারেননি ফারিয়া
- আব্রাম ঘুমে, তাই শাহরুখকে আলিয়া-পরিনীতির চুমু
- দিলওয়ালে’র সেটে কাজলকে দেখে মুগ্ধ শাহরুখ
- যে ছবিগুলো নিয়ে আফসোস করেন শ্রীদেবী!
- যে দাগে সন্দেহ তা ৪ বছর আগের
- সালমানের সেরা দশ সিনেমা
- মাত্র ৪০ দিনে স্তনের সৌন্দর্য বাড়িয়ে নিজেকে করে তুলুন আকর্ষনীয়
- ইসলামের দৃষ্টিতে যৌনতা সম্পর্কিত ৪০ টি প্রশ্নোত্তর
- মিস্ট্রি নাকি কেমিস্ট্রিঃ সাকিব-অপু
- ১৫ বছর পর রিজিয়া-পলাশ
- দক্ষিণের ১০ নাচনেওয়ালি
- মিলন-মিমের ‘হাওয়াই মিঠাই’
- এলো এটিএন অনলাইন মিউজিক চ্যানেল